Skip to main content

জেনে ‍নিন আশ্চার্য জনক বহু তথ্য। বিলিভ অর নট !! অবিশ্বাস্য কিন্তু সত্য!!

আসসালামু আলাইকুম । বন্ধুরা
পৃথিবীতে জানার কোন শেষ নেই।
প্রপ্রতি নিয়তই নতুন নতুন তথ্য প্রকাশ
পাচ্ছে। আজ আমরা তেমনি কিছু
অজানা তথ্য  জানার চ্ষ্টো করি।
> আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ
শেষ কিন্তু এ খাবার পুরোপুরি হজম
করতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময়
লাগে।
> ফ্লেমিঙ্গো পাখি তখনই খেতে
পারে যখন তাদের মাথা পুরোপুরি
উলটো করে ফেলে।
> মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল।
একজন স্বাভাবিক মানুষ
মিনিটে ১২ বার চোখের পলক ফেলে
এবং একদিনে দশহাজার বার।
> চোখের কর্ণিয়া একমাত্র টিস্যু যার
রক্তের প্রয়োজন হয় না। চোখ ২
মিলিয়ন কর্মরত প্রত্যঙ্গ এর সমন্বয়ে
গঠিত। চোখ প্রতি ঘন্টায় ৩৬০০০ বিট
(একক) তথ্য প্রক্রিয়া করতে পারে।
> পৃথিবীর বিখ্যাত ও রহস্যময় সভ্যতা
হলো মায়ান সভ্যতা। এই মায়ানরা
বিজ্ঞান, জ্যোতিষচর্চা ও মহাকাশ
জ্ঞানের দিক থেকে সব সময়ের
সবাইকে অতিক্রম করেছিল। তাদেরই
একটি বিখ্যাত শহরের নাম পালাঙ্কি।
এ শহরটির অবস্থান মেক্সিকোর
চিয়াপাস রাজ্যের গহিন অরণ্যে।
বিংশ শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স
ব্লুম নামে একজন আবিষ্কারক
মেক্সিকোর একটি অরণ্যে পালাঙ্কির
ধ্বংসাবশেষ খুঁজে পান।
> আলবার্ট আইনস্টাইনকে ১৯৫২ সালে
ইসরাইলের প্রেসিডেন্ট হবার জন্যে
অফার করা হয়েছিল, কিন্তু তিনি
সেটা প্রত্যাখ্যান করেছিলেন।
> মোনালিসা’র কোন ভ্রু ছিল না।
কারণ রেনেসার যুগে ভ্রু শেভ করে
ফেলাটাই ছিল তখনকার ফ্যাশন।
> কানের পাশে কোন একটা কিছু
(ফানেল জাতীয় যেমন কাপ) ধরি তখন
যে গর্জন শুনতে পাই তা আসলে
সাগরের শব্দ নয়। রক্ত আমাদের
কানের শিরা দিয়ে যে প্রবাহিত
হচ্ছে তার শব্দ।
> আদি গ্রীসে কোন একটা মেয়ের
দিকে আপেল ছোড়া বিয়ের
অফিশিয়াল প্রপোজাল হিসেবে গণ্য
হত। আর মেয়েটা যদি সেটা ধরতো তার
মানে হচ্ছে সে এই প্রস্তাবে রাজি।
> আদিকালে অপরিচিত মানুষরা
হ্যান্ডশেক করতো এটা বোঝানোর
জন্যে যে তারা নিরস্ত্র।
> কিছু লোক প্রকৃতপক্ষে খুব সুখি হলে
ভয় পায় কারণ তারা মনে করে এর
পিছনে কিছু মর্মান্তিক ঘটনা আসন্ন।
এটি Cherophobia নামে পরিচিত।
> আপনি আপনার নাক দুই আঙ্গুল দিয়ে
চেপে ধরে মুখ বন্ধ করে mmmmm ৭
সেকেন্ডের বেশি করতে পারবেন না
> Steve Jobs যখন অসুস্থ ছিলেন তখন
অক্সিজেন মাস্ক লাগান নি। কারণ
এটা যেভাবে ডিজাইন করা হয়েছে
তা তার পছন্দ হয় নি।
> অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট
কিনতে পারবে না!! কারণ এটা
আইনবিরোধী!! কিন্তু সিগারেট
খেতে/টানতে পারবে!!
এতে কোনো বাধা নেই!!
> গাধা একমাত্র চতুষ্পদ প্রাণী যে
নিজের চারটি পা-ই দেখতে সক্ষম ।
> পৃথিবীর সবচেয়ে মূল্যবান বা দামী
পানি হল হাওয়াইয়ের গভীর সমুদ্র
তলদেশ থেকে তুলে আনা উচ্চ খনিজ
সমৃদ্দ ও বিশেষ উপায়ে লবণমুক্ত করা
‘কণা নিগারি’ পানি। এর এক আউন্স
পানির দাম সাড়ে ১৭ ডলার।
> রবিবার দিয়ে শুরু হওয়া মাসে ১৩
তারিখ শুক্রবার হবে।
> পৃথিবীতে কতই না প্রাণী। এতো বড়
থেকে শুরু করে চোখে দেখা যায় না
এমন প্রাণীও রয়েছে। তবে আমাদের
পৃথিবীতে ৯৫% প্রাণীই একটা মুরগীর
ডিমের চেয়েও ছোট।
> ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে –
৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান
মঞ্জিলে।
> চা আবিষ্কার হয় চীনে, আজ থেকে
প্রায় ৩ হাজার বছর আগে। ফুটন্ত
পানিতে ভুলে কিছু চা পাতা পড়ে
গিয়ে এই পানীয় তৈরি হয়ে যায়। নিউ
ইয়র্কে ১৯০৯ সালে টমাস স্যুলিভান
প্রথম টি-ব্যাগের প্রচলন করেন।

Comments

Popular posts from this blog

New design Home page menu

Remove all @. :@time-beg:F d, Y, h:i:s A.:time-end@: <div align="center"><div style="border:0px solid black;background: background-color: black repeat-x; background-color: #"> <span style="color: #;">|<a href="site_0.xhtml"><font color="yellow"> Home </font></a>|<a href="site_29.xhtml"><font color="Red"> Forums </font></a>|<a href="site_33.xhtml"><font color="blue"> Services </font></a>|<br/>|<a href="site_codes.xhtml"><font color="skyblue"> Chatroom</font></a>|<a href="site_16.xhtml"><font color="pink"> Downloads </font></a>|</span></div> <a href="site_5.xhtml"><img src="/img/1332/1332141_b6968802e9.gif" alt=".." />(3)</a> <a href="friends_2.xhtml...

Add site in Google code

copy and paste this code:- <div class="css1"><div align="center"><div class="phdr"><small>Add yOur site in gOOgle!! </small></div></div> <div align="center"><p align="center"><font color="# C9C299">Submit your site in Google !</ font><br/> <small>Site URL:</small><br/> <input type="text" name="site" title="" maxlength="30" value="http://"/><br/> <small>Keywords:</small><br/> <input type="text" name="ko" value="Best Downloads etc"/><br/><form action="http://www.google.com/addurl? q=$(site)&dq=$(ko)&opf=1&hl=en" method="get"><input type="hidden" name="PHPSESSID" value="bec7610e8a8e247c504a74d8b99e59b0" / ><input type="hi...

How to Password Protect Your Content in wapka

In this tutorial I will show you how to password protect your data, files etc in wapka. User can only see them if they have the password :) Follow these steps to password protect your data in wapka.. 1. Login to your free wapka account 2. Goto Admin Mode 3. Add new page via ES > NEW PAGE 4. Now add the following code via ES > WML/xHTML code <form action=":getid-url:" method="get">Enter your Password to see the content<br /> <inout type="text" name="get-password"/><input type="submit" value="Validate" value="get-validation"/></form> 5. Now via ES > WML/xHTML code add the following code I was password protected but now I am alive!! 6. Goto ES > Users > Item Visibility 7. Now select the second code that we have added in step 5 and click on g c t l p u link 8. In the next page you will find 6 options, click URL GET variable this will open new page 9. In...